গত নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি ছিল।





সবাই ভেবেছিল আসন্ন বিপিএল দিয়ে শতভাগ অনুমতি দেওয়া হবে। কিন্তু সেই আশায় এখন গুড়েবালি।
করোনা সংক্রমণ বাড়তে থাকায় মাঠে দর্শক প্রবেশ নিয়ে নতুন শঙ্কা শুরু হয়েছে। সিদ্ধান্তহীনতায় রয়েছে বিসিবিও। তবে সময়মতোই মাঠে গড়াবে ফ্রাঞ্জাইজি এ টুর্নামেন্টটি।





বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘দর্শক প্রবেশে অনুমতি দেওয়ার ব্যাপারে একটু শঙ্কা আছে।
তবে টুর্নামেন্ট নিয়ে শঙ্কা নেই, এটা হবে ইনশাআল্লাহ। দর্শকদের অনুমতি দিতে পারবো কি না এটা এখন বড় প্রশ্ন।’