বেরিয়ে এলো বিসিবির তথ্য; ডমিঙ্গোকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল বিসিবি

inCollage 20220113 145123783

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে আরও কয়েক মাস কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। বিকল্প কোনো প্রধান কোচ না থাকায় আপাতত ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে ধরে রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড সফর শেষে অনিশ্চয়তা নিয়ে দেশে ফিরেছেন ডমিঙ্গো। আফগানিস্তান সিরিজের আগে বিরতির কারণে চাকরি হারানোর আশঙ্কা ছিল তার। তবে বিসিবির গভর্নিং বডির চেয়ারম্যান জালাল ইউনিস বলেছেন, বোর্ডের বিকল্প কোনো নাম না থাকায় ডমিঙ্গো এখনও প্রধান কোচের দৌড়ে রয়েছেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

জালাল ইউনুস বলেন, ‘আমাদের হাতে এখন হেড কোচ নেই। জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে এসেছি। এই মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে চলে আসবে। হেড কোচ কিন্তু এখন হাতে নেই… কয়েকদিন আগে মাননীয় সভাপতিও বলেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে; সামনে যেহেতু আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে একটা চুক্তির আওতায় এনেছি, আমরা তাকে নিয়েই কন্টিনিউ করছি।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তবে প্রধান কোচ পরিবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি এই শীর্ষস্থানীয় বোর্ড কর্তা। তিনি জানান, ‘যদি কোনো পরিকল্পনা থাকে, উনি (বিসিব সভাপতি) বলেছেন জানুয়ারিতে পরিবর্তন হতে পারে। নির্বাচকের মত পদও বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এজন্য আমাদের বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।’

তবে জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশ দলের কোচিং প্যানেল ঢেলে সাজানোর পরিকল্পনা আছে বোর্ডের। এরই অংশ হিসেবে ব্যাটিং পরামর্শক হিসেবে আনা হচ্ছে সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

তিনি বলেন, ‘এখন ব্যাক টু ব্যাক খেলা। নিউজিল্যান্ড সিরিজ শেষে বিপিএল এখন, এরপর আফগানিস্তান সিরিজ। এরপর চলে যাবে দক্ষিণ আফ্রিকা। এমন ব্যস্ত সূচির মধ্যে… এখন পর্যন্ত ডমিঙ্গো বহাল আছে। তবে আমাদের মাথায় পুরো কোচিং প্যানেল নিয়ে চিন্তা আছে। গিবসন চলে গেল, সিডন্স আসবে… আমাদের ঢালাওভাবে সাজাতে হবে।’

You May Also Like