মুমিনুলদের নিয়ে নতুন বার্তা দিলেন বাংলাদেশের সাবেক গুরু হাথুরুসিংহে

ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ। কড়া হেডমাস্টার হিসাবে পরিচিত চন্ডিকা হাথুরুসিংহেকে বলা হয়ে থাকে বাংলাদেশ দলের সফলতম কোচ। তার অধীনেই বেশ কিছু স্মরণীয় জয় পেয়েছে টাইগাররা। দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ দলের খবর ঠিকই রাখেন এই লঙ্কান কোচ।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এমনিতে মুমিনুল হকের সঙ্গে সম্পর্ক খুব একটা সুখকর ছিলনা হাথুরুসিংহের। রঙিন পোশাকে জাতীয় দল থেকে মুমিনুলকে বাদ দিয়েছিলেন হাথুরুসিংহে, টেস্টেও লড়াই করে টিকে থাকতে হত তাকে। অস্বস্তিতে থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান পড়তি ফর্মে দলে জায়গাও হারিয়েছেন লঙ্কান এই কোচের অধীনে। ৬০ এর বেশি গড়ধারী মুমিনুলের গড় নেমেছে ৪০ এর নীচে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

টাইগারদের বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক গেলবছর জানিয়েছিলেন হাথুরুসিংহের সিদ্ধান্তের কারণে এখন তিনি ভালো অবস্থানে আছেন।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এক ফেসবুক লাইভে এসে তিনি বলেছিলেন,‘ওর (হাথুরুসিংহে) হয়তো মনে হয়েছিল আমার কোথাও দুর্বলতা আছে। আমি ওর কাছে কৃতজ্ঞ, কারণ মানুষ এমন একটা সিদ্ধান্তের কারণে অনেক সময় ভালো অবস্থানে চলে যায়। যেটা আমার ক্ষেত্রে হয়েছে। ভালো অবস্থানে বলতে আগের চেয়ে বেটার আল্লাহর রহমতে।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

‘ওই সময় যদি ওই পরিস্থিতিটা তৈরি না হতো। তাহলে জিনিসটা আমি ওইভাবে নিতাম না। সিরিয়াসলি নিতাম না। এটা হওয়ার কারণে ওর কাছে অনেক কৃতজ্ঞ। আল্লাহ যা করে ভালোই করে। ওই জিনিসগুলো যখন হচ্ছিলো আমি পজিটিভলি নিয়েছিলাম।’

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

মুমিনুল যে উন্নতি করেছেন তা স্পষ্ট হবে চন্ডিকা হাথুরুসিংহের করা এক টুইট থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্ট জেতার পর আজ হাথুরুসিংয়ে এক টুইট করেছেন। হিউমার সম্বলিত টুইটে পরোক্ষভাবে প্রশংসা লুকিয়ে আছে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

এই টেস্ট চলাকালীন মুমিনুল হক ও কাইল জেমিসনের এক ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেই ছবিটিই টুইট করেছেন হাথুরুসিংহে। ক্যাপশনে লিখেছেন, ‘হেই মিনি, (মুমিনুলের ডাকনাম) সে (জেমিসন) কি তোমাকে উপেক্ষা করছে? আর করবে না।’