inCollage 20211228 142029444

প্রথমবার বিপিএলে ডু প্লেসি, মঈন ফিরলেন পাঁচ আসর পর

সরাসরি সাইনে বিপিএলের দুইবারের চ্যাম্পিয়ন কমিল্লা ভিক্টোরিয়ান্স দলে ভেড়াল মঈন আলী, সুনীল নারিন ও ফাফ ডু প্লেসিকে। এর আগে মঈন ও নারিন বিপিএলে খেললেও প্রথমবার নাম লিখলেন ডু প্লেসি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

দক্ষিণ আফ্রিকান এ ক্রিকেটারের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছিল কুমিল্লা। গতকাল শেষ দিনও তার অংশগ্রহণ চূড়ান্ত ছিল না। অবশেষে সোমবার (২৭ ডিসেম্বর) প্লেয়ার্স ড্রাফটের দিন তার সঙ্গে চুক্তি পাকাপাকি হয়।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বিপিএলে নারিন নিয়মিত মুখ। শেষ বিপিএলে ক্যারিবিয়ান স্পিন অলরাউন্ডার খেলেছিলেন ঢাকা ডায়নামাইটসে। তাদের হয়ে একবার শিরোপাও জিতেছিলেন নারিন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এদিকে দীর্ঘদিন পর বিপিএলে অংশগ্রহণ করতে যাচ্ছেন ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার মঈন। বিপিএলের দ্বিতীয় আসরে ইংলিশ অলরাউন্ডার দুরন্ত রাজশাহীর হয়ে খেলেছিলেন পাঁচ ম্যাচ। জাতীয় দল ও অন্য সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটে খেলায় তাকে পাওয়া যায়নি৷

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এবার তিন সুপারস্টারকে দলে ভিড়িয়ে বড় চমক দিলো কুমিল্লা। প্লেয়ার্স ড্রাফটের আগে কুমিল্লা দলে নেয় মোস্তাফিজুর রহমানকে। এছাড়া ড্রাফট থেকে লিটন, ইমরুল, শহিদুলকে দলে নেয় তারা।