আমরা তো অচল: আশরাফুল

images 8 1

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট রাজ্যের হতাশা উপহার দিল মোহাম্মদ আশরাফুলের ভক্তদের। বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার এবার বিপিএলে দল পাননি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আজ দুপুরে প্লেয়ার্স ড্রাফটে ১৮ লাখ টাকা পারিশ্রমিকের ক্যাটাগরি থেকে আশরাফুলকে দলে নেয়নি কেউই। সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান তাই এবারও বিপিএল খেলতে পারছেন না। রাজশাহীতে বিসিএল খেলায় ব্যস্ত আশরাফুল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আজ সোমবার সন্ধ্যার পর বিপিএলে দল না পাওয়া প্রসঙ্গে সাবেক এ অধিনায়ক বলেছেন, এখানে ভাগ্য সহায় হয়নি তার। মনের গরল উগরে নিজেকে ‘অচল’ বলেও উল্লেখ করেন তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এ সময় আশরাফুল বলেছেন, ‘এখানে টিম পাওয়াটা তো খুব ভাগ্যের বিষয়। ভাগ্য লাগে। আমরা প্লেয়ার আছি ২১০ জনের মতো, দল পায় ৬০-৭০ জন। এখানে ভাগ্য লাগে। তাছাড়া বয়সও হয়েছে, এটা মানতে হবে। এখন তো তরুণদের যুগ।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এদিকে অনেক সিনিয়র ক্রিকেটার দল পেলেও জায়গা হয়নি আশরাফুলের। তামিম-মাশরাফিদের তো অবস্থানে থাকলে ভিন্ন হতো দৃশ্যপট মনে করেন তিনি। আশরাফুল বলেন, ‘তামিম, মাশরাফি ওদের মতো হলে ভিন্ন কিছু হতো। আমরা তো অচল। ভাগ্যে নেই।’

You May Also Like