রিয়াদের সাথে কেমন সম্পর্ক পরিস্কার জানিয়ে দিলেন

1218

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুঞ্জন ছিল দূরত্ব তৈরি হয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ও টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদের মধ্যে। এবার এই ইস্যুতে মুখ খুললেন তামিম ইকবাল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মাহমুদউল্লাহ রিয়াদ নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তামিমকে জোর গলায় চাননি এমন গুঞ্জন চাওর হয়েছিল বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। তাঁদের দু’জনের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা হয়েছে। এমন খবর নিশ্চয়ই তাঁদেরও কানে পৌঁছেছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বিশ্বকাপ খেলতে ওমান যাওয়ার আগে যখন এই খবর প্রচার হয়েছিল আড়ালে নিশ্চয়ই হাসছিলেন তাঁরা দু’জন। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন তামিম ইকবাল নিজেই। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। রিয়াদের সঙ্গে দূরত্বের ইস্যুতে তামিম বলেন,

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

“দেখুন যদি ব্যাপারটা এমন হতো তাহলে ছোটো একটা গল্প বলি, তাহলে উত্তর পেয়ে যাবেন। আমি তো আসলে পিকড (দলে নেওয়া হয়েছে) হয়েছি ড্রাফটে। রিয়াদ ভাই আইকন হিসেবে দলে পিকড হয়েছে। আমাকে দলে নেওয়ার পর রিয়াদ ভাই ফোন দিয়ে বলল- ‘তুই একটু তাড়াতাড়ি আয়’। আমাদের মধ্যে যদি সম্পর্ক এতই খারাপ হতো তাহলে তো আমি এখানে আসতাম না, তাই না? (হাসি)।”

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বিপিএলে একই দলে খেলবেন বাংলাদেশ দলের সীমিত ওভারের দুই অধিনায়ক। এতে আসন্ন আসরে ঢাকাকে নেতৃত্ব দিবেন কে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য ওয়ানডে অধিনায়ক এগিয়ে রাখছেন মাহমুদউল্লাহকেই। তাঁর মতে মাহমুদউল্লাহর হাতেই নেতৃত্ব তুলে দেওয়া উচিত।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

“ভাই এখানে কোনো প্রশ্নই (অধিনায়কত্ব নিয়ে) আসার কথা না। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ ভাই এবং তিনিই দলকে নেতৃত্ব দিবেন। আমাদের কাজ হলো উনাকে যতটুকু সম্ভব হেল্প করা, এরচেয়ে বেশি কিছু না।”

You May Also Like