বিপিএল ড্রাফট শেষে একনজরে দেখেনিন দল পায়নি যেসব ক্রিকেটার

1215

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে দল পাননি মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিকীর মত তারকা ক্রিকেটাররা। এছাড়া বেশ কয়েকজন আলোচিত ক্রিকেটার দল পাননি এবারের প্লেয়ার্স ড্রাফটে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সোমবার (২৭ ডিসেম্বর) রেডিসন ব্লুরতে অনুষ্ঠিত হয় বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট থেকে ছয়টি দল তাদের স্কোয়াড সাজিয়েছে। তবে উপেক্ষিত রয়ে গেছেন বেশ কয়েকজন আলোচিত ক্রিকেটার।অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। দল পাননি জাতীয় দলের আরও কয়েকজন তারকা নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিকীর মত অভিজ্ঞ পারফর্মাররা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এছাড়া জাতীয় দলের ওপেনার সাইফ হাসানকে দলে নেয়নি কোনো দল। উপেক্ষিত রয়ে গেছেন টেস্ট দলের নিয়মিত সদস্য আবু জায়েদ চৌধুরী রাহীও। দল পাননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ। এমনকি আলোচিত লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও জায়গা পাননি বিপিএলের কোনো দলে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এছাড়া দল না পাওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জাকির হাসান, এনামুল হক জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, শাহাদাত হোসেন রাজিব, তানবীর হায়দার, সোহরাওয়ার্দী শুভর মত ক্রিকেটাররা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

একনজরে বিপিএলে দল না পাওয়া আলোচিত ক্রিকেটারদের তালিকা

তানজিদ হাসান তামিম, আমিনুল ইসলাম বিপ্লব, আবু জায়েদ চৌধুরী রাহী, সাইফ হাসান, জাকির হাসান, নাসির হোসেন, জুনায়েদ সিদ্দিকী, মোহাম্মদ আশরাফুল, এনামুল হক জুনিয়র, আনিসুল ইসলাম ইমন, হাসান মুরাদ, শাহাদাত হোসেন দিপু, শাহাদাত হোসেন রাজিব, তানবীর হায়দার, সোহরাওয়ার্দী শুভ।

You May Also Like