শেষ হলো বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। দেখে নিন প্লেয়ার্স ড্রাফট শেষে ৬টি দলের চূড়ান্ত স্কোয়াড

inCollage 20211227 151523456

দেশের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের সবকিছুই চূড়ান্ত। আজ দুপুর ১২টায় (২৭ ডিসেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেলে রেডিসন ব্লুর বলরুমে শুরু হয়েছে ছয় দলের খেলোয়াড় কেনার লড়াই।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

জব থেকে প্রথমেই তামিম ইকবালকে দলে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের ঢাকা। এরপর জাতীয় ক্রিকেট দলে কিংবদন্তি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ও দলে নিয়েছেন মাহমুদুল্লাহ। বিপিএলের এবারের আসরে ঢাকা দলের হয়ে খেলবেন জাতীয় দলের এই ৩ সুপারস্টার ক্রিকেটার

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বিসিবি ঢাকা চূড়ান্ত স্কোয়াড- মাহমুদউল্লাহ রিয়াদ, ইসুরু উদানা, কায়েস আহমেদ, নাজিবুল্লাহ জাদরান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শুভাগত হোম, মোহাম্মদ শাহজাদ, ফজলে হক ফারুকী, নাইম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ, এবাদত হোসেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

খুলনা টাইগার্স চূড়ান্ত স্কোয়াড- মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকশে, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, নাবিল সামাদ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চূড়ান্ত স্কোয়াড- নাসুম আহমেদ, বেনি হাওয়েল, কেনার লুইস, উইল জ্যাকস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, চ্যাডউইক ওয়ালটন, রায়াদ এমরিট, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মুত্যুঞ্জয় চৌধুরি, মেহেদি হাসান মিরাজ, আকবর আলী, নাঈম ইসলাম।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ফরচুন বরিশাল চূড়ান্ত স্কোয়াড- সাকিব আল হাসান, মুজিব উর রহমান, ক্রিস গেইল, দানুশকা গুনাথিলাকা, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, ওবেদ ম্যাককয়ে, আলজারি জোসেফ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নিরোশান ডিকওয়েলা, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কুমিল্লা ভিক্টোরিয়ান্স চূড়ান্ত স্কোয়াড- মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারিন, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভির ইসলাম, কুশল মেন্ডিস, ওশানে থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সিলেট সানরাইজার্স চূড়ান্ত স্কোয়াড- তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল হোসেন অপু, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, সিরাজ আহমেদ, মিজানুর রহমান, নাদিফ চৌধুরি, জোবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত হৃদয়, সানজামুল ইসলাম।

You May Also Like