১ম রাউন্ড শেষ আকাশ ছোয়া মুল্যে দল পেলেন, তামিম, লিটন, সোহান, শরিফুল, মোসাদ্দেক, মেহেদি

1205

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। লড়াই শুরু হবে ২১ জানুয়ারি। মাঠে খেলার আগে আজ প্লেয়ার ড্রাফট করা হচ্ছে। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজি ২০৩ জন স্থানীয় এবং ৪৩৫ জন বিদেশী ক্রিকেটার থেকে তাদের পছন্দের দল নির্বাচন করার সুযোগ পাবে। প্লেয়ার ড্রাফ্টের সমস্ত বিবরণ পেতে এই থ্রেডটি অনুসরণ করুন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বিপিএলের অষ্টম আসরের জন্য প্লেয়ার্স ড্রাফটে আগে একজন দেশি ও তিনজন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দলে পছন্দের তারকাকে নিয়েছে প্রতিটি দলই। দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকের এ ক্যাটাগরিতে থাকা ৬ ক্রিকেটারের ৪জনই ড্রাফটের আগে পেয়েছেন দল। তাই প্লেয়ার্স ড্রাফটে উঠতে যাচ্ছেন দল না পাওয়া দুই ক্রিকেটার – তামিম ইকবাল ও মাশরাফি মুর্তজা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৪জন করে ক্রিকেটারকে দলে টেনেছে সিলেট, খুলনা, বরিশাল ও কুমিল্লা। তাছাড়া ৩ জন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করেছে চট্টগ্রাম। আর একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিয়েছে ঢাকা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

প্রসঙ্গত, প্লেয়ার্স ড্রাফট থেকে প্রতিটি দল কমপক্ষে ১০জন ও সর্বোচ্চ ১৪ জন দেশি ক্রি কেটারকে দলে নিতে পারবে। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে সর্বনিম্ন ৩ ও সর্বোচ্চ ক্রিকেটারের সংখ্যা ৮।কুমিলা ভিক্টোরিয়ান্সের প্রথম ডাকে লিটন দাসকে নিয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। তামিম ইকবাল খানকে প্রথম ডাকে ‘এ’ ক্যাটাগরি থেকে নিয়েছে ঢাকা। ‘বি’ মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েছে সিলেট সানরাইজার্স।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শরিফুল ইসলামকে নিয়েছে। ফরচুন বরিশাল নিয়েছে কাজী নুরু হাসান সোহানকে।

সিলেট সানরাইজার্স

সরাসরি চুক্তি : তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম।

ড্রাফট থেকে : মোসাদ্দেক

ঢাকা

সরাসরি চুক্তি : মাহমুদউল্লাহ রিয়াদ।

ড্রাফট থেকে : তামিম

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সরাসরি চুক্তি : নাসুম আহমেদ, বেনি হাওয়েল, কেনার লুইস।

ড্রাফট থেকে : শরিফুল

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তি : সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা, ক্রিস গেইল।

ড্রাফট থেকে : সোহানুর রহমান, নাজমুল

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তি : মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ভানুকা রাজাপক্ষে, নাভিন উল হক।

ড্রাফট থেকে : মেহেদি

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সরাসরি চুক্তি : মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন।

ড্রাফট থেকে : লিটন দাস,

একনজরে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের আদ্যোপান্ত

দেশি খেলোয়াড় : ২০৩ জন

মোট বিদেশি খেলোয়াড় : ৪৩৫ জন

অংশগ্রহণকারী দল : ৬

স্কোয়াডে সর্বনিম্ন দেশি খেলোয়াড় : ১০ জন

স্কোয়াডে সর্বোচ্চ দেশি খেলোয়াড় : ১৪ জন

স্কোয়াডে সর্বনিম্ন বিদেশি খেলোয়াড় : ৩ জন স্কোয়াডে

সর্বোচ্চ বিদেশি খেলোয়াড় : ৮ জন।

বিপিএল ২০২২ আসরের প্লেয়ার্স ড্রাফট সরাসরি দেখুন-

You May Also Like