
দড়জায় কড়া নাড়ছে বিপিএল। এক বছর বিরতির পর পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে মাঠের লড়াই।





তার আগেই আজ শুরু হয়ে গেল বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের টেবিল লড়াই। তথ্য মতে, ড্রাফটের তালিকায় মোট ২১০ জন দেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন।
বিদেশি খেলোয়াড় আছেন ৪০৬ জন। যেখান থেকে নিজেদের পছন্দের স্কোয়াড সাজিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলো।





বিভিন্ন দেশের ক্রিকেটাররা রেজিস্ট্রেশন করেছে। তারা অনলাইন রেজিস্ট্রেশন করেছে। তারা তাদের এজেন্ট ও এজেন্সির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে।”
কুমিল্লা – লিটন দাস, শহিদুল এবং ইমরুল কায়েস ঢাকা – তামিম ইকবাল , রুবেল হোসেন এবং মাশরাফি।