ব্রেকিং নিউজঃ অনেক জল্পনা কল্পনা শেষে বিপিএলে যে দল পেলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল

PicsArt 12 27 01.05.48

বিপিএল মানেই নানা নাটকীয়তা। হঠাৎ করেই আজ জানা যায় ঢাকার ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঠিক সেটাই হচ্ছে। ঢাকা ফ্রাঞ্চাইজির দল চালাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং এই দলের আইকন ক্রিকেটার হচ্ছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তবে এসব বিষয়ে কেউই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। ঢাকা ফ্রাঞ্চাইজি কেনা রূপা ফ্যাব্রিকস ও মার্ন স্টিল লিমিটেডকে দল দিতে চাচ্ছে না বিসিবি। বৃহস্পতিবার ছিল বিপিএলে পার্টিসিপেশন মানি দেওয়ার শেষ সময়। অন্য পাঁচ ফ্রাঞ্চাইজি পার্টিসিপেশন মানি জমা দিলেও ঢাকা দিতে পারেনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

রোববার পর্যন্ত তারা সময় চেয়েছিল। কিন্তু শুক্রবারের বোর্ড মিটিংয়ে সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি জানার পর সেই প্রতিষ্ঠানকে ফ্রাঞ্চাইজি না দেওয়ার নির্দেশ দেন। অতীতে বিভিন্ন বড় প্রতিষ্ঠান বিপিএলে অংশ নিয়ে আর্থিক প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাতে বিসিবির সুনাম ক্ষুণ্ন হয়।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আগের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার রূপা ফ্যাব্রিকস ও মার্ন স্টিল লিমিটেডকে ঢাকার মালিকানা না দিয়ে ভিন্ন ফ্রাঞ্চাইজি খোঁজার নির্দেশ দেন বিসিবি প্রধান। এদিকে, মিরপুরে পে-অর্ডার নিয়ে হাজির হয়েছিলেন রূপা ফ্যাব্রিকস ও মার্ন স্টিল লিমিটেডের প্রতিনিধিরা। কিন্তু তাদের পে-অর্ডার গ্রহণ করেনি বিসিবি।

You May Also Like