
সাম্প্রতিক সময়ে খুব একটা ভালো ফর্মে নেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে কোহলিকে সরিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এখন কোহলি কেবল টেস্ট অধিনায়ক।





কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট মুখোমুখি হবে ভারত। আজ রোববার (২৬ ডিসেম্বর) বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে দুইদল। ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্টের দায়িত্ব থেকেও কোহলিকে সরাতে হতে পারে বলে গুঞ্জন রয়েছে।





২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ইডেনে দিবারাত্রির টেস্টের পর আর কোনো সেঞ্চুরি নেই কোহলির। এমন অবস্থায় কোহলি দ্রুতই জাতীয় দল থেকে বাদ পড়তেন বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার মন্টি পানেসর।





তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলি ভালো পারফর্ম করতেই মাঠে নামবে। কারণ সে জানে, সে যদি দক্ষিণ আফ্রিকা সফরে রান না করে তাহলে দ্রুতই জাতীয় দল থেকে বাদ পড়তে হতে পারে। তাই সে পারফর্ম করার জন্য চাপে থাকবে।





তিনি আরও বলেন, কোহলি জানে কিভাবে সবার কাছ থেকে সেরাটা বের করে আনতে হয়। বাইরের সব চিন্তা বাদ দিয়ে এখন কিভাবে দল জিতবে সে ভাবনাটা ভাবতে হবে তাকে। টেস্ট সিরিজ জেতার জন্য সবার কাছ থেকে সেরাটা বের করে আনতে হবে।