ব্রেকিং নিউজঃ বিপিএল মাতাতে যে দলের হয়ে আসছেন থিসারা পেরেরা

v

বিপিএলে খুলনার হয়ে খেলবেন থিসারা পেরেরা। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রি‌মিয়ার লিগের এবারের আসর, যার পর্দা নামবে ১৮ ফেব্রুয়ারি। খুলনাসহ এই আসরে মোট ৬টি দল অংশ নিচ্ছে। বাকি পাঁচটি দল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও কুমিল্লাকে প্রতিনিধিত্ব করবে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগের রাতে দুই লঙ্কান ক্রিকেটারকে দলভুক্ত করার খবর প্রকাশ করেছে খুলনা টাইগার্স। এ নিয়ে ৩ ক্রিকেটারকে দলভুক্ত করল খুলনার দলটি। এই দুই লঙ্কান ক্রিকেটার হলেন থিসারা পেরেরা ও ভানুকা রাজাপক্ষে। এর আগে বাংলাদেশি কোটায় তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে দলভুক্ত করেছে দলটি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার পেরেরা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় আসছেন বাংলাদেশে। বিপিএলে আগেও খেলা হয়েছে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের। এছাড়া ২০টিরও বেশি দলের হয়ে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়েছেন অভিজ্ঞ এই তারকা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বাঁহাতি ব্যাটার ভানুকাও আগে বিপিএলে খেলেছেন। শ্রীলঙ্কার হয়ে ১৮টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের আছে ১০৫টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা। পেরেরা ও ভানুকা দুজনই ডিরেক্ট সাইনিংয়ে নাম লিখিয়েছেন খুলনা টাইগার্সে।

You May Also Like