
১৪ দিন কোয়ারেন্টাইন শেষে অবশেষে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এদিন অনুশীলনে ফিল্ডিং নিয়ে কাজ করেছে কোচিং স্টাফ। নেটে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলি রাব্বি।





তাউরাঙ্গা-মাউন্ট মঙ্গানুই শহরে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের শেষ সময়ের প্রস্ততি। আবহাওয়ার সাথে ক্রিকেটাররাও এখন মানিয়ে নিয়েছে বেশ। নিজেদের ভুলত্রুটি বিশ্লেষণ করে অনুশীলনে মনোযোগী হতে দেখা গেছে টাইগারদের। ফিল্ডিংয়ে দুরাবস্থা নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার সে দিকেই বেশি মনোযোগী সবাই। সাথে ব্যাটিং ও বোলিং নিয়েও কাজ করছে দল।





মুশফিকুর রহিম এদিন নেট ব্যাটিংয়ে নিজের শটগুলো নিয়ে কাজ করেছেন সময় নিয়ে। সেই সাথে ইয়াসির আলি রাব্বিও অনেক্ষণ সময় দিয়েছেন নেট ব্যাটিংয়ে। সেই সাথে, ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে দলের সাথে যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। দলের সাথে যুক্ত হতে পেরে বেশ খুশি তিনি।





হেরাথ বলেন, এই দুই সপ্তাহ বেশ কঠিন ছিল আমার জন্য। কিন্তু অবশেষে দলের সাথে যুক্ত হতে পেরে সত্যি খুব ভালো লাগছে। বিসিবি এবং নিউজিল্যান্ড স্বাস্থকর্মীদের ধন্যবাদ জানাতে চাই। তারা আমার যথেষ্ট খেয়াল রেখেছে বলেই আমি তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছি। হতাশার সময় পার করে ঘুড়ে দাঁড়ানোর মিশনে এখন টাইগাররা। আর তাইতো নিজের শেষ সময়ের প্রস্তুতিতে বেশ সতর্ক পুরো দল। এখন কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা তার প্রমাণ মিলবে প্রথম টেস্টে।