বিশ্বের সেরা ৪ ক্রিকেটারকে নিশ্চিত করলো কুমিল্লা

এবারের বিপিএলে আটঘাট বেঁধেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের অষ্টম আসর। দুই বছর পর বিপিএলে ফিরছে বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি লোটাস গ্রুপ। এবার কুমিল্লা ও কুমিল্লায় তাদের ফ্র্যাঞ্চাইজি থাকবে। বিপিএলের জন্য ইতোমধ্যে দল গোছানো শুরু করেছে কুমিল্লা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আগামীকাল দুপুর ১২:০০ টা থেকে শুরু হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার্স ড্রাফটের আগে একজন দেশি ক্রিকেটার এবং তিনজন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। কুমিল্লার হয়ে খেলবেন জাতীয় দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

প্লেয়ার্স ড্রাফটের আগেই তার সাথে কথাবার্তা পাকাপাকি করে ফেলেছে কুমিল্লা। তবে তার থেকে বড় খবর ড্রাফটের আগে ৩ বিদেশি তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আগেই জানা গিয়েছিল কমিল্লার হয়ে খেলতে আসছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস এবং ওয়েস্ট ইন্ডিজের তারকাই স্পিনার সুনীল নারিন। এছাড়াও ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলিকে দেখা যাবে কুমিল্লাতে। বিপিএলের এবারের আসরে কমিল্লা জার্সিতে দেখা যাবে ক্রিকেটে বিশ্বের ৩ তারকা ক্রিকেটারকে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এই আসরে অংশ নিচ্ছে মোট ৬টি দল। বিপিএলের এবারের অংশ নিতে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বরিশাল ও খুলনা। সেই সঙ্গে ভেন্যু হিসেবে থাকছে মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

You May Also Like