ওয়ার্নারের আইপিএল ৩০ হাজার ডলারে বিক্রি হলো

1186

ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের সাক্ষর করা একটি ব্যাট ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে নিলামে। এ ছাড়া ২০১৬ আইপিএলের আসরে ডেভিড ওয়ার্নারের স্বাক্ষর করা একটি জার্সি বিক্রি হয়েছে ৩০ হাজার ডলারে। নিলামে উঠেছিল ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকারের বিদায়ী ম্যাচের কিছু সরঞ্জামও। এর মধ্যে রয়েছে শচিনের স্বাক্ষরিত ম্যাচ জার্সি, বিশেষ স্মারক ও অটোগ্রাফযুক্ত ম্যাচের টিকিট। এগুলো মুম্বাই থেকে ৪০ হাজার ডলারের বিনিময়ে কিনেছিলেন শচিনের ভক্ত অমল খান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এদিন ক্রিকেটারদের বিভিন্ন সরঞ্জাম বিক্রি করে মোট ৩ লাখ ৩৫ হাজার ৯৫০ ডলার আয় করেছে এনএফটি। এই প্রক্রিয়ার তাদের সহযোগী ছিল ক্রিকফ্লিক্স ও রেভস্পোর্টজ। বিশ্ব ক্রিকেটের ২৩টি বিরল আর্টিফ্যাক্টসের ডিজিট্যাল রাইটস বিক্রি হয়েছে ১৪ হাজার ৫০০ মার্কিন ডলারে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

১৪ হাজার মার্কিন ডলার দাম উঠেছে ১৯৩২ সালে ঐতিহাসিক ইংল্যান্ড সফরে যাওয়া ভারতীয় দলের সাক্ষরিত স্মারকের। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের স্বাক্ষর করা একটি স্টাম্প বিক্রি হয়েছে ৩৬ হাজার ডলারে।১৫ হাজার ডলার দাম উঠেছে ১৯৫২ সালে ভারতের প্রথম পাকিস্তান সফরের ক্রিকেটারদের স্বাক্ষরকৃত স্মারক। এই নিলামে চড়া দাম উঠেছে সাবেক ভারতীয় ক্রিকেটার সিকে নাইডুর ব্যাংক একাউন্ড বুক ও পাসপোর্টের।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এই দুটি বিক্রি হয়েছে যথাক্রমে সাড়ে ৭ হাজার ডলার ও ৯ হাজার ৮০০ ডলারে। ভারতীয় নারী দলের সাবেক পেসার ঝুলন গোস্বামীর ২০১৭ বিশ্বকাপের সেমি ফাইনালের জার্সি বিক্রি হয়েছে ১০ হাজার ডলারে।

You May Also Like