সিলেটের হয়ে বিপিএল মাতাবেন শ্রীলঙ্কার এবং ভারতের দুই তারকা ক্রিকেটার

1185

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৭ ডিসেম্বর। তার আগে প্রতিটি দল ১ জন করে দেশি ক্রিকেটার এবং ৩ জন করে বিদেশি ক্রিকেটার ডিরেক্ট সাইনিংয়ে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছে।সেই সুযোগ কাজে লাগিয়ে সিলেট দেশি ক্রিকেটারদের মধ্যে দলে ভিড়িয়েছে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদকে। এছাড়া বিদেশিদের মধ্যে বেছে নেওয়া হয়েছে দীনেশ চান্দিমাল ও সিরাজ আহমেদকে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

শ্রীলঙ্কার হয়ে ৬৪টি টেস্ট, ১৫০টি ওয়ানডে ও ৬১টি টি-টোয়েন্টি খেলা চান্দিমাল ১৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আছে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতাও। চান্দিমাল বৈশ্বিক ক্রিকেটে বেশ পরিচিত মুখ হলেও সিরাজ অপেক্ষাকৃত নতুন। এখন পর্যন্ত খেলেছেন মাত্র পাঁচটি টি-টোয়েন্টি। লঙ্কান প্রিমিয়ার লিগ ও আবুধাবি টি-টেন লিগে খেলার অভিজ্ঞতা আছে তার।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এদিকে প্লেয়ার্স ড্রাফটের আগেই সিলেটের সাথে চুক্তি করা তাসকিন আহমেদ জানিয়েছেন, সিলেটের হয়ে বিপিএলের ফাইনাল খেলতে চান তিনি। তাসকিন বলেন, ‘এই মৌসুমে আমি সিলেট সানরাইজার্সের হয়ে বিপিএল খেলতে যাচ্ছি ইনশাআল্লাহ্‌। আপনারা আমাকে ও সিলেট দলকে সাপোর্ট করবেন, আমরা যেন ভালো খেলে ফাইনালে যেতে পারি।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। এবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা ও খুলনা অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল দেখা যাবে বিপিএলে। তবে নেই সাবেক চ্যাম্পিয়ন রংপুর ও গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহীর প্রতিনিধিত্বকারী কোনো ফ্র্যাঞ্চাইজি।

You May Also Like