সোমবার দুপুর ১২ টায় শুরু বিপিএলের ড্রাফট

1183

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরকে সামনে রেখে আগামী ২৭ ডিসেম্বর শুরু হচ্ছে ড্রাফট। সোমবার দুপুর ১২ টায় শুরু হতে যাচ্ছে ড্রাফট। ড্রাফটে রাখা হয়েছে ২১০ জন দেশি ও ৪০৬ জন বিদেশি ক্রিকেটারকে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ড্রাফটের দেশি ক্রিকেটারদের ‘এ’ গ্রেডে রাখা হয়েছে ৬ জনকে। এই তালিকায় তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো বড় নামও আছে। এছাড়া দেশি ক্রিকেটারদের ‘বি’ গ্রেডে ১৫ জন, ‘সি’ গ্রেডে ৩৩ জন, ‘ডি’ গ্রেডে ৪৫ জন, ‘ই’ গ্রেডে ৩৫ জন ও ‘এফ’ গ্রেডে ৭৬ জন ক্রিকেটার আছেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বর্ণীল আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২১ জানুয়ারি। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৪ টি। পুরো টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সেই সঙ্গে তিনটি প্লে অফ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। ভেন্যু হিসেবে রাখা হয়েছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

প্রতিটি দল একাদশে সর্বোচ্চ ৩ জন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে। আর চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ৫০ লাখ টাকা। ছয় দলের মালিকানায় কারা আছে সেটাও এরই মাঝে জানা গেছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এর মধ্যে বরিশালের মালিকানায় আছে ফরচুন শুজ লিমিটেড, চট্টগ্রামের মালিকানায় রয়েছে ডেল্টা স্পোর্টস লিমিটেড (আখতার গ্রুপ)। কুমিল্লার মালিকানায় আছে কুমিল্লা লিজেন্ডস লিমিটেড, ঢাকার ফ্যাঞ্চাইজিটি কিনেছে রুমা ফ্র্যাব্রিক্স লিমিটেড ও মার্ন স্টিল লিমিটেড। এ ছাড়া খুলনার মাইন্ড ট্রি গ্রুপ ও সিলেটের মালিকানায় থাকছে প্রগতি গ্রিন অটো রাইস মিলস লিমিটেড।

You May Also Like