
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরে (২০২১-২২ মৌসুম) আরও একটি শতক হাঁকিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। চলতি আসরে এটি সৌম্যর তৃতীয় পঞ্চাশ পেরোনো ইনিংস।





সৌম্যর শতকের দিনে তামিমের ‘১০’ রানের আফসোসবিসিএলে আবারও শতক হাঁকিয়েছেন সৌম্য সরকার। ফাইল ছবিচট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের খেলায় বিসিবি দক্ষিণাঞ্চলের মুখোমুখি হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৩ রানে ২ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মধ্যাঞ্চল।





মিজানুর রহমান ৭ ও মোহাম্মদ মিঠুন ১২ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন ওয়ান ডাউনে নামা সৌম্য সরকার ও চারে নামা সালমান হোসেন ইমন। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ১৪৪ রানের পার্টনারশিপ।১৫২ বলে ৭০ রান করে সালমান বিদায় নিলে ভাঙে অনবদ্য এই জুটি। তবে সৌম্য শতক তুলে নিতে ভুল করেননি। তার আগে অবশ্য তাইবুর রহমানকেও হারিয়েছে মধ্যাঞ্চল।





এই প্রতিবেদন লেখার সময় ৭৩.২ ওভার খেলা হয়েছে। তাতে ৪ উইকেট হারিয়ে মধ্যাঞ্চলের সংগ্রহ ২২১ রান। ২০৫ বলের মোকাবেলায় ১০০ রান করে ব্যাট করছেন সৌম্য। তার সঙ্গী ৩০ বলে ১৮ রান করে অপরাজিত অধিনায়ক শুভাগত হোম চৌধুরী।





এর আগে প্রথম রাউন্ডে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন সৌম্য। পরের ম্যাচে দল হেরে গেলেও দ্বিতীয় ইনিংসে ৭৩ রান করেন এই তারকা ব্যাটার। রবিবারের তিন অঙ্কের ইনিংসটি সৌম্যর প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৫ম শতকের কীর্তি।