
চলতি বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালে মাঠেই লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসেন। তিনি সুস্থ হয়ে মাঠে ফিরলেও আরেকটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। খেলা চলাকালীন সময়ে গোলকিপারের সঙ্গে সংঘর্ষে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক ফুটবলার।





ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার ঘরোয়া লিগে। খেলা চলাকালীন নিজের দলের গোলকিপারের সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ পরেই মারা যান আলজেরিয়ার ফুটবলার ও ফুটবল ক্লাব এমসি সাইদার অধিনায়ক সোফিয়ানে লৌকার।





স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার খেলা চলার সময় ২৮ বছর বয়স্ক লৌকারের সঙ্গে তার দলের গোলকিপারের সংঘর্ষ হয়। সে সময় মাঠেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পরে ফের খেলা শুরু করেন লৌকার। কিন্তু মিনিট দশেক পরে ফের মাঠের মধ্যে পড়ে যান তিনি।





সঙ্গে সঙ্গে লৌকারকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তার। পরে চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ়ত্যু হয়েছে লৌকারের। এই খবর আসার পরে বন্ধ হয়ে যায় খেলা। কান্নায় ভেঙে পড়েন দু’দলের ফুটবলাররা।