ভারতের পেস আক্রমণ গত ত্রিশ বছরের মধ্যে সেরা

1180

টেস্ট ক্রিকেটে ভারতের বড় শক্তির জায়গা বরাবরই ব্যাটিং লাইন আপ। তবে গত কয়েক বছরে যথেষ্ট উন্নতি করেছে তাদের বোলিং লাইন আপও। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মার মতো বোলাররা নিঃসন্দেহে বিশ্বমানের। ভারতের এই বোলিং আক্রমণ গত ত্রিশ বছরের মধ্যে সেরা এমনটাই মনে করছেন আলি বাচার।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত সাদা পোশাকের ক্রিকেটে কোনো সিরিজ জিততে পারেনি ভারত। প্রোটিয়াদের ঘরের মাঠে নিজেদের প্রথম টেস্ট সিরিজ জয়ের মিশনে রবিবার (২৬ ডিসেম্বর) মাঠে নামছে বিরাট কোহলির দল। যেখানে ট্রাম্প কার্ড হতে পারে দলটির পেস আক্রমণ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

শক্তিশালী পেস আক্রমণের কারণেই ভারতকে এগিয়ে রাখছেন বাচার। তিনি বলেন, ‘বর্তমান ভারতীয় দলের পেস আক্রমণ আমার দেখা গত ত্রিশ বছরের সেরা। তাই এগিয়ে থেকেই প্রথম দুই টেস্ট শুরু করবে ভারত।’

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে দ্যুই দলের মাঠের লড়াই। এখানকার উইকেট এবং কন্ডিশন পেসারদের বারতি সুবিধা দেবে। তাছাড়া সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উঁচুতে হওয়ায় প্রচুর বাতাস থাকে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বাচার বলেন, ‘প্রথম টেস্ট সেঞ্চুরিয়নে খেলা হবে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ফুট উপরে। সিরিজের পরের টেস্ট জোহানেসবার্গে যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ফুট উপরে। এখানকার উইকেট বাউন্সি এবং সাধারণত পেসাররা বাড়তি সুবিধা পায়।’তিন ম্যাচের এই টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি জোহানেসবার্গে শুরু হবে ৩ জানুয়ারি। আর কেপটাউনে সিরিজের শেষ ও তৃতীয় টেস্টটি শুরু হবে ১১ জানুয়ারি।

You May Also Like