টাইগার ৩: একই ছবিতে সালমানের খানের সঙ্গে শাহরুখ খান

1178

আরিয়ানের মুক্তির পর অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরছেন খান পরিবার। আরিয়ান ঘটনার পরে বুধবার প্রথমবারের মতো শুটিং স্পটে দেখা যায় কিং খানকে। খবর এই সময়ের।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বলি কিংকে শুটিংয়ে দেখে প্রথমে মনে করা হয়েছিল শাহরুখ হয়তো ‘পাঠান’ ছবির মুটিং শুরু করেছেন। কিন্তু পরে জানা যায়, ‘পাঠান’-এর জন্য নয়, এটি ছিল সালমানের টাইগার ৩ ছবির শুটিং।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

খবরটি শোনার পর থেকেই ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে যে কোনো চরিত্রে থাকবে শাহরুখ! এদিকে টাইগার ৩ ছবিতে সালমান থাকায় প্রশ্ন উঠছে দুই খান এক ছবিতে থাকলে কার দিকে পাল্লা ভারি হবে?

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ভারতীয় ওই গণমাধ্যমে বলা হয়, ইতোমধ্যে প্রায় দুই সপ্তাহ শুটিং করেছেন শাহরুখ। আর খুব শিগগির তার সঙ্গে দেখা যাবে সালমানকেও।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

টাইগার ৩ ছবিটির শুটিং শেষ করেই শাহরুখ চলে যাবেন স্পেনে। সেখানে ‘পাঠান’ ছবির বাকি কাজ শেষ করবেন তিনি। আর সেই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

You May Also Like