নিলামে নির্ধারণ হবে এই ৩ তারকার বিপিএল ভাগ্য

inCollage 20211226 144029129

আগেই জানা, এবার কোনো আইকন নেই। প্লেয়ার্স ড্রাফটের আগে প্রতিদল তিনজন করে বিদেশী আর একজন করে স্থানীয় ক্রিকেটার দলে নিয়ে রাখতে পারবে। অর্থাৎ আগামী ২৭ ডিসেম্বর যে প্লেয়ার্স ড্রাফট হবে, তার আগেই ছয় দল একজন করে স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে পারবে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

অনেকেরই ধারণা ছিল, সেই ছয়জন হবেন ‘এ’ ক্যাটাগরি থেকে। নিয়ম অনুযায়ী যেকোনো ক্যাটাগরি থেকে একজন করে স্থানীয় ক্রিকেটার ড্রাফটের আগেই অটো চয়েজে দলে নেয়া যাবে। সেই তালিকায় অনেক আগেই উঠে এসেছে সাকিব আল হাসানের নাম। সে সঙ্গে গত ৪৮ ঘণ্টায় শোনা গেছে মোস্তাফিজুর রহমান আর নাসুম আহমেদের নামও।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সাকিব বরিশালের অটো চয়েজ। নাসুম চট্টগ্রামের অটো চয়েজ আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগেভাগেই পেসার মোস্তাফিজকে নিশ্চিত করে রেখেছে। এর বাইরে বাকি তিন দল ঢাকা, খুলনা ও সিলেটও পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে। সে তালিকায় মুশফিকুর রহিমের নাম থাকলেও নেই ‘এ’ ক্যাটাগরির তিন শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বিস্ময়কর মনে হলেও, এটাই বাস্তব। বরিশাল (সাকিব), চট্টগ্রাম (নাসুম) আর কুমিল্লার (মোস্তাফিজ) পাশাপাশি ঢাকা, খুলনা ও সিলেটও অটো চয়েজ নিয়ে নিয়েছে।
ঢাকার অটো চয়েজ সৌম্য সরকার। সিলেটের অটো চয়েজ তাসকিন আহমেদ। আর খুলনার অটো চয়েজ মুশফিকুর রহিম।মাশরাফি, তামিম ও রিয়াদকে কোনো দল অটো চয়েজে রাখেনি। তার মানে এই তিন শীর্ষ তারকা এখন আর কোনো দলের হয়ে আগেই খেলা নিশ্চিত করে ফেলতে পারছেন না। তাদের প্লেয়ার্স ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে নেয়া হবে এবং সেখান থেকে যে কোনো দল তাদের কিনতেও পারে আবার নাও কিনতে পারে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তাদের বদলে ‘বি’ ক্যাটাগরি থেকে সৌম্য, তাসকিন, নাসুম আহমেদ চলে এসেছেন অটো চয়েজে। তারা এখন আর প্লেয়ার ড্রাফটে থাকবেন না। আগামী ২৭ ডিসেম্বর সোমবার যে প্লেয়ার ড্রাফট হবে, তাতেই নির্ধারিত হবে মাশরাফি, তামিম ও রিয়াদের ভাগ্য।

You May Also Like