বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: মাঠে নামার আগে দেখেনিন দুই দলের চূড়ান্ত স্কোয়াড

1176

আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে থাকা এই সিরিজের আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আগামী ২৮-২৯ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রস্তুতি ম্যাচকে কেন্দ্র করে ঘোষিত একাদশে জাতীয় দলের দুইজন তারকা রয়েছেন। ডেভন কনওয়ে ও নেইল ওয়াগনারকে দেখা যাবে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলতে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে অবশ্য বাংলাদেশকে সহজভাবে নিচ্ছেন না ওয়াগনার। এই ক্রিকেটারের মতে লাল বলে বাংলাদেশ দল বেশ শক্ত প্রতিপক্ষ। সেই সাথে প্রস্তুতি ম্যাচে ভালো করে মূল সিরিজের একাদশেও জায়গা পাকা করতে চান তিনি। ‘এ’ দলের স্কোয়াডে জায়গা পাওয়ার পর ওয়াগনারের ভাষ্য, ‘’লাল বল হাতে নিতে ভালোই লাগবে। বাংলাদেশের বিপক্ষে কঠিন সিরিজে মাঠে নামার আগে খেলায় ফেরার জন্য এই ম্যাচ যথার্থ।‘’

চোটের কারণে বিশ্বকাপ থকে ছিটকে যাওয়া কনওয়ে প্রস্তুতি ম্যাচ দিয়েই আবারও জাতীয় দলে ফিরতে মরিয়া হয়ে আছেন। কনওয়ে বলেন, ‘’প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে আমি মুখিয়ে আছি। আশা করি ফিট হিসেবে নিজেকে প্রমাণ করতে পারব।‘’

এক নজরে দেখে নেয়া যাক বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোয়াড

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মারা এভ, জ্যাকব ভুলা, জ্যাক বয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব কামিং, জোয়ে ফিল্ড, জ্যারফ ম্যাকে, টিম প্রিঙ্গল, ব্রেট র‍্যান্ডেল, মিচ র‍্যানউইক, টিম রবিনসন ও নেইল ওয়াগনার (আরও এক ক্রিকেটারকে পরবর্তীতে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে এনজেডসি)।

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম শেখ ও ফজলে মাহমুদ রাব্বি।

You May Also Like