সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি বড় সংগ্রহের পথে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

1168

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুয়েতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ক্ষুদে টাইগাররা হাঁটছে বড় সংগ্রহের পথে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

শারজায় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারের শেষ বলে স্কোরবোর্ডে মাত্র ৩ রান রেখে সাজঘরে ফেরেন ওপেনার ইফতেখার হোসেন ইফতি (৯ বলে ২ রান)।তার বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম ও ওয়ান ডাউনে নামা আইচ মোল্লা। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৮৪ রানের পার্টনারশিপ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তাদের জুটি ভাঙে আইচ ৩৯ বলে ২০ রান করে বিদায় নিলে। এরপর আরিফুল ইসলাম ক্রিজে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলছিলেন। ২৪ বলে ২৩ রান করে বিদায় নিতে হয় তাকেও।তবে দলের রানের গতি শ্লথ হতে দেননি মাহফিজুল। অপর প্রান্তে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন পার্টনারশিপ পৌঁছেছে ২৬ রানে। মাহফিজুল দুর্দান্ত নৈপুণ্যে পূর্ণ করেছেন শতক।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

১১০ বলের মোকাবেলায় ১২টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ১০৭ রান নিয়ে ব্যাট করছেন তিনি। মারকুটে ব্যাটিং করছেন তাহজিবুলও। ১২ বলে ১৫ রান করে তিনি অপরাজিত রয়েছেন।

এই প্রতিবেদন লেখার সময় ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান জড়ো করেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

টস : কুয়েত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৬৬/৩ (৩২ ওভার)

মাহফিজুল ১০৮*, আরিফুল ২৩, আইচ ২০, তাহজিবুল ১৫*

মির্জা ১৯/১ সাদিক ২৫/১

You May Also Like