এই ৫ অলরাউন্ডারের উপর আইপিএল মেগা নিলামে হবে টাকার বৃষ্টি

IMG 20211225 153928

বিশ্ব ক্রিকেটের রোমাঞ্চিত এবং আকর্ষিত টি-২০ প্রতিযোগিতার গুলোর মধ্যে অন্যতম হলো আইপিএল। একাধারে যেমন আইপিএল (IPL) সর্বাধিক জনপ্রিয় তার পাশাপাশি এটি সর্বাধিক ধনী ক্রিকেট লীগ। আগামী বছরের আইপিএল আরো আকর্ষিত হতে চলেছে তার অন্যতম কারণ হলো আগামী আইপিএল এ মেগা নিলাম

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

অনুষ্ঠিত হবে যেখানে প্রতিটা দল তাদের দলের যেকোনো ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে এবং বাকি সমস্ত ক্রিকেটারদের নিলামে তুলে দিতে হবে। এছাড়াও আগামী আইপিএল এ আরো দুটি নতুন আইপিএল দলের সংযোজন করা হচ্ছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ক্রিকেটের মঞ্চে অলরাউন্ডারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে যা একটি দলকে ম্যাচ জেতাতে যথেষ্ট সাহায্য করে থাকে। আইপিএল এর মঞ্চেও আমরা বহু অলরাউন্ডারদের দেখেছি যারা এক হাতে বহু ম্যাচ জিতিয়েছেন তা সে অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স করেই হোক অথবা অসাধারণ বোলিং পারফর্মেন্স করে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আমরা এখানে এমন ৪জন অলরাউন্ডারকে নিয়ে আলোচনা করবো যাদেরকে নেবার জন্য আইপিএল দল গুলি প্রচুর টাকা খরচ করতে পারে বলে মনে করা যাচ্ছে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ক্রিস মরিস-ঃ ডানহাতি সাউথ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস বেশ মোটা টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালস এ যোগদান করেন। এই বছর আইপিএল এর প্রথম ভাগে তিনি দলের হয়ে না খেললেও আইপিএল এর দ্বিতীয় ভাগে বেশ কয়েকটি ম্যাচ তিনি খেলেছিলেন কিন্তু সেই ভাবে পারফর্মেন্স করে দেখাতে পারেনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

আগামী নিলামের আগে তাই রাজস্থান রয়্যালস তাকে নিলামে ছেড়ে দিয়েছে তাই আসার যাচ্ছে অসাধারণ এই অলরাউন্ডারকে পেতে অনেক আইপিএল দল বেশ মোটা টাকা খরচ করতে পারে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ক্রুনাল পান্ডিয়া-ঃ বাঁহাতি ভারতীয় অলরাউন্ডার যিনি মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন এবং একাধিক আইপিএল ট্রফি জিতেছেন। ক্রুনাল পান্ডিয়া তার এই অসাধারণ পারফর্মেন্সের পরেই ভারতীয় দলের হয়ে অভিষেক করার সুযোগ পেয়েছেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

কিন্তু আগামী আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নিলামে ছেড়ে দিয়েছে তাই আশা করা যাচ্ছে তিনি বেশ টাকার বিনিময়ে অন্য আইপিএল দলে যোগদান করতে পারেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মিচেল মার্শ-ঃ অস্ট্রেলিয়ান বিধ্বংসী মিডল অর্ডার বাঁহাতি ব্যাটসম্যান মিচেল মার্শ এই বছর আইপিএল এ সেই ভাবে পারফর্মেন্স করে দেখাতে পারেননি। সানরাইজার্স হায়দ্রাবাদ দলের এই তারকা অলরাউন্ডার এই বছর t20 বিশ্বকাপে তার অসাধারণ অলরাউন্ড পারফর্মেন্স করে দেখিয়েছেন। যেহেতু হায়দ্রাবাদ দল আগামী নিলামে ছেড়ে দিয়েছে তাই বাকি আইপিএল দলগুলি তাকে পাবার জন্য বেশ মোটা টাকা খরচ করতে পারে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

শাহরুখ খান-ঃ ২৫ বছর বয়সী তরুণ ভারতীয় ক্রিকেটার শাহরুখ খান এই বছর প্রায় ৫কটি টাকার মূল্যে পাঞ্জাব কিংস (Punjab Kings) দলে যোগদান করেছিলেন। ডানহাতি এই অলরাউন্ডার এই বছর বেশ কিছু অসাধারণ পারফর্মেন্স করে দেখলেও পাঞ্জাব দল তাকে নিলামে ছেড়ে দিয়েছে। তাই আশা করা যাচ্ছে তাকে নিতে অন্য আইপিএল দলগুলি বেশ মোটা টাকার দাম তুলতে পারে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মার্কাস স্টোনিস-ঃ ডানহাতি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টোনিস এই বছর আইপিএল এ দিল্লী ক্যাপিটালস দলের হয়ে পারফর্মেন্স করেছেন। দিল্লী দল তাদের এই নির্ভরযোগ্য অলরাউন্ডারকে আগামী নিলামের আগে ছেড়ে দিয়েছে। তাই মনে করা যাচ্ছে বেশ মোটা টাকার বিনিময়ে তিনি অন্য কোনো দলে যোগদান করতে পারেন।

You May Also Like