মেসি না রোনালদো সেরা কে উত্তর দিলেন লেভানদোস্কি

1162

ফুটবল বিশ্বের গত দুই দশকের সেরা তারকার নাম বলতে গেলে প্রথমেই আসবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। কিন্ত এই দুই তারকার মধ্যে কে সেরা? এই প্রশ্নে বিভক্ত থাকবে গোটা ফুটবল দুনিয়া সে কথা নিঃসন্দেহেই বলা যায়।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

মেসি এবং রোনালদোর মধ্যে এককভাবে কোন একজনকে এগিয়ে রাখতে বললে দ্বিধা-বিভক্ত হয়ে যাবে ফুটবল বিশেষজ্ঞ থেকে শুরু করে ভক্ত-সমর্থকরাও।এবার সেই তালিকায় যুক্ত হলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার রবার্ট লেভানদোস্কি। কোন একজনকে বেছে না নিলেও মেসি-রোনালদোর সম্পর্কে নয়নের অভিমত জানিয়েছেন তিনি।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

লেভানদোস্কি বলেন, “আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে তার কঠোর পরিশ্রমের জন্য সম্মান করি। আমার মনে হয় লিওনেল মেসি যা করে সবই সহজ মনে হয়। আর রোনালদো তার সফলতার জন্য কঠোর পরিশ্রম করেছে।”

You May Also Like