ব্রেকিং নিউজঃ ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছ বিপিএলের অষ্টম আসর। চ্যাম্পিয়ন ও রানার্স আপ কত টাকা পাবে জানালো বিসিবি।

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো বিপিএল গভর্নিং কাউন্সিল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের অষ্টম আসর। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। সেই সাথে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে তিনটি ভেনুতে। বিপিএলে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা এবং রানার্স আপ দল পাবে ৫০ লক্ষ টাকা।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বিপিএল গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেছেন। বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মল্লিক বলেন, ‘বিপিএল নিয়ে এবার একটু অনিশ্চয়তা ছিল। করোনা পরিস্থিতির কারণে নিউজিল্যান্ডে দল খেলতে পারবে কি না, করোনা ফলাফল কী হবে এসব বিবেচনা করতে হয়েছে। আমাদের সব প্রস্তুতিই ছিল”।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

“এখন পর্যন্ত ৬টি দল প্রায় চূড়ান্ত। এই দলগুলোকে আমরা কিছু শর্ত দিয়েছি, যেমন- টাকা জমা দেওয়া, অংশগ্রহণ ফি জমা দেওয়া। আজ-কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদের আমরা গ্রহণ করে নিব। না হলে আমাদের আরো ২-৩টি আগ্রহী ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলা আছে, মানে ব্যাকআপ আছে আমাদের।”

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ছয়টি দলের কথাও জানিয়েছেন বিপিএলের এই কর্মকর্তা, ‘এই ছয়টির মধ্যে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা আছে। এই ছয়টি দলকে নিয়ে বিপিএল আয়োজনের ব্যাপারে ঠিক করেছি।”

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

গতবারের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বিপিএলে কোনো ধরনের প্রাইজমানি ছিল না। তবে এবার থাকছে। চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা আর রানার্স আপ দল পাবে ৫০ লাখ টাকা। এ ছাড়া দেশি-বিদেশি ক্রিকেটারদের গ্রেড অনুযায়ী টাকার অঙ্কও ঠিক করে দিয়েছে কর্তৃপক্ষ। মল্লিক বলেন, ‘প্রাইজমানি নিয়েও কথা হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি টাকা ও রানার্স আপ দলের জন্য ৫০ লাখ টাকা।”