চমক দিয়ে বিপিএলে ঢাকা স্টার্স দলে ফেড়ালো দেশের তারকা ওপেনারকে

আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট পূর্ণ ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের এবারের আসরে দেখা যাবে চারটি নতুন দল। বিগত কয়েকটি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি বেক্সিমকো নেই এবারের বিপিএলে।

তাই বিপিএলের ঢাকা ফ্র্যাঞ্চাইজিতে এসেছে পরিবর্তন। এবারের বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করবে রূপা ও মার্ন গ্রুপ। বিপিএলের এবারের আসরে ঢাকা দলের নাম হবে “ঢাকা স্টার্স”। ঢাকা স্টার্সের হয়ে খেলবেন জাতীয় দলে টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।

প্লেয়ার্স ড্রাফটের আগেই সৌম্যর সাথে চুক্তি করেছে ঢাকা। আগামী ২৭ ডিসেম্বর বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ঢাকা ছাড়াও এবারের বিপিএলে রয়েছে আরও তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজি। এবার পুরনো দলগুলোর মধ্যে থাকছে শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লার মালিকানায় থাকছে লোটাস গ্রুপ। এছাড়াও গত মৌসুমে খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পেয়েছে আখতার গ্রুপ। এছাড়া রূপা ও মার্ন গ্রুপ ঢাকা, প্রগতি গ্রুপ সিলেট, ফরচুন গ্রুপ বরিশাল ও মাইন্ড ট্রি খুলনার প্রতিনিধিত্ব করবে।

You May Also Like