
আগামী ২০ জানুয়ারি ও ২০ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এদিকে ২৭ জানুয়ারি পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরে।





দুইটি ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগের সূচি কাছাকাছি হওয়ায় বিপাকে পড়েছেন বিদেশি খেলোয়াড়রা। তবে পিএসএলে না খেলে বিপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন অনেক বিদেশি তারকা।





এখন পর্যন্ত সাত বিদেশি তারকার বিপিএলের দলে খেলার ব্যাপারে মত পাওয়া গেছে। এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। প্রথমবারের মতো বিপিএলে দেখা যাবে তাকে।





এছাড়াও কুমিল্লায় নাম লেখিয়েছেন ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলি, ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার সুনিল নারিন। বিপিএলে বরিশালের জার্সিতে খেলবেন ক্যারবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও ইংলিশ উইকেটকিপার ব্যাটার স্যাম বিলিংস।





বিপিএলে চট্টগ্রামের হয়ে খেলবেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত উইন্ডিজ তারকা ক্রিস গেইল। এই দলে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী স্পিনার হরভজন সিংকে। এছাড়াও প্রোটিয়া তারকা ডেভিড মিলারকে ভেড়াতে যাচ্ছে সিলেট।