
স্প্যানিশ জায়ান্ট বার্সালোনার ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসি গত সামারে বার্সালোনা ছেড়ে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। সেখানে গিয়ে সপ্তম ব্যালন ডি অরটি জিতেছেন তিনি।





সেই মেসির প্রশংসায় পঞ্চমুখ পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। জানিয়েছেন, মেসিকে নিয়ে বিতর্ক করবে যে, সে ফুটবলের কিছুই বুঝে না।
লিওনার্দো বলেন, “মেসি হচ্ছে অবিসংবাদিত। যদি আপনি মেসিকে নিয়ে তর্ক করেন, তাহলে আপনি ফুটবলের কিছুই জানেন না।
“তার সংখ্যাগুলো অবিশ্বাস্য। সে এবং এমবাপ্পে ক্লাবের প্রায় সকল গোলেই জড়িত। সে নিস্পত্তিমূলক প্লেয়ার এবং গত ২০ বছর ধরে একই আছে।”