আইপিএল খেলে যত কোটি টাকা আয় করেছেন সুনীল নারিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০১২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সুনীল নারিন। আইপিএলের আসন্ন ১৫তম আসরেও তাকে ৬ কোটি টাকার বিনিময়ে রেখে দিয়েছে দুইবারের শিরোপাজয়ী দল কেকেআর।

গত দশ বছর ধরে কেকেআরের হয়ে আইপিএল খেলে প্রায় ৯৫.২ কোটি টাকা আয় করেছেন ক্যারিবীয় তারকা ক্রিকেটার সুনীল নারিন। আইপিএলের বিদেশি ধনী প্লেয়ারের তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন নারিন। আসন্ন আসরে খেলার মধ্য দিয় ১০০ কোটি পারিশ্রমিক পার করবেন নারিন।

সম্প্রতি ইনসাইড স্পোর্টের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের পরই আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধনী বিদেশি খেলোয়াড় হলেন নারিন।

You May Also Like