
দীর্ঘ দিন জাতীয় দলের বাহিরে আছেন ইমরুল কায়েস। আবার কবে ফিরবেন সেটি নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে মাঝে মধ্যেই আলোচনায় আসেন তিনি। তবে এবার তিনি খবরের শিরোনাম হলেন একটু অন্যভাবে। চলমান বিসিএলে ইমরুল খেলছেন ইস্ট জোনের হয়ে।





গত ১২ ডিসেম্বর রাজশাহীতে সাউথ জোনের বিপক্ষে খেলার সময় আউট হওয়ার পর আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে পড়েন ইমরুল।যার জন্য তার ম্যাচ ফির ২০ শতাংশ কর্তন করা হয়েছে।
বিসিএলের প্রথম ম্যাচে সাউথ জোনের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৬ ও দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করেছেন ইমরুল। জাতীয় দলের ফেরার প্রসঙ্গে ইমরুল জানিয়েছেন, দুই বছর জাতীয় দলের বাহিরে আছি।





মানুষ এখনো মনে রেখেছে আমাকে। তখন ভালো লাগে। হয়তো জাতীয় দলের জন্য কিছু করতে পেরেছি। যার জন্য মানুষ এখনো মনে রেখেছে। তাই জাতীয় দলে ফেরার জন্য এখনো কষ্ট করে যাচ্ছি। আমিও জাতীয় দলকে অনেক মিস করছি। আমিও চাই জাতীয় দলে ভালোভাবে খেলে সরে যেতে পারি যেন।’