বাংলাদেশ ক্রিকেটকে চরম অপমান করে বোমা ফাটালেন সাকিব

একের পর এক সিরিজ হারছে বাংলাদেশ। টাইগাররা হারিয়ে খুঁজছে নিজেদের, সাফল্যের খুব কাছে গিয়েও ফিরতে হচ্ছে খালি হাতে। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে কেনো এমন খারাপ হচ্ছে পারফরম্যান্স!
অনেকের ভাবনাতেই আসতে পারে অনেক কথা, কিন্তু যদি ভাবনাটা হয় সাকিব আল হাসানের?

“কেন আমরা ভালো করছি না? এই চিন্তা আমারও আসে। একটা হতে পারে আমরা বিশ্বাস করি না যে টি-টোয়েন্টিতে ভালো করতে পারি। আর একটা হচ্ছে,
আমরা হয়তো নিজেদের অত শক্তিশালী ভাবি না যে পাওয়ার হিট করতে পারব বা শেষ ৫-৬ ওভারে ৫০-৬০ রান করে ফেলতে পারব” এই সমস্যা থেকে পরিত্রানের উপায় কি হতে পারে সেটাও সাক্ষাৎকারে বলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার, “তৈরি হওয়ার সুযোগটা ঘরোয়া ক্রিকেটেই বেশি। বিপিএলটা যদি আমরা নিয়মিত করতে পারি,

আমাদের খেলোয়াড়েরা ম্যাচ জিতিয়ে আনার অভ্যাস রপ্ত করতে পারে, তখন এই সমস্যাগুলো দূর হতে পারে। আমি তো দেখি ভারতে টেস্ট দলেও তারাই সুযোগ পায়, যারা আইপিএলে ভালো করে! কঠিন পরিস্থিতি কীভাবে সামলে উঠতে হয়, সেটা বিপিএলে শেখা যায়। কারণ, বিপিএলে প্রত্যেক খেলোয়াড়ই অনেক চাপের মধ্যে থাকে।”

সামনেই বিপিএল, প্রস্তুত হচ্ছেন খেলোয়াড়েরা। দেশী ক্রিকেটাররা যাতে বেশী সুযোগ পান, সেজন্য কমিয়ে আনা হয়েছে বিদেশী খেলোয়াড়ের সংখ্যাও। প্রতিটি দলে তিনজন করে বিদেশী খেলোয়াড় খেলতে পারবেন এবারের বিপিএলে।
যদি বিপিএলই হয় টি-টোয়েন্টিতে নিজেদের খুঁজে পাওয়ার জায়গা, তাহলে প্রতিনিয়ত টাইগারদের সমালোচনা করে যাওয়া মানুষটাও নিশ্চিতভাবেই চাইবেন বিপিএলে ভালো করুক টাইগাররা।

You May Also Like