দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতালি ম্যাচটির সময়সূচি চূড়ান্ত, ম্যাচটি হবে লন্ডনে।

এ বছর ল্যাটিন আমেরিকা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসির আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের শেষ্ঠত্ত্বের লড়াই ইউরো শিরোপা জেতে ইতালি। আর তারপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিলো দুই চ্যাম্পিয়নের মধ্যে হবে লড়াই। অবশেষে সেই সময় আসতে যাচ্ছে, জানা গেছে হাইভোল্টেজ ম্যাচটির দিন তারিখ ও স্থান।

আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২২ সালের জুনের ১ তারিখ। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এই লড়াইয়ের নাম দেওয়া হয়েছে ‘ফাইনালিসিমা’। তবে লন্ডনের ঠিক কোন স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি এখনো নির্ধারিত হয়নি।

এই বিষয়ে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন বলেন, ‘এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমরা পুনরায় মর্যাদাকর এই জাতীয় দলের ট্রফি শুরু করতে যাচ্ছি। উয়েফা এবং কনমেবলের মধ্যে সহযোগিতার অনেক পুরনো ঐতিহ্য রয়েছে। দুই মহাদেশের ক্লাব পর্যায়ের সেরা দলগুলো ১৯৬০ সাল থেকে মুখোমুখি হয়ে আসছে। যেটা ২০০৫ সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপের সঙ্গে যুক্ত হয়েছে।’

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব কোপা আমেরিকা ও ইউরোর চ্যাম্পিয়ন দলের ক্ষেত্রে এমন কোনো সমঝোতা রক্ষা হয়নি। এক্ষেত্রে ফাইনালিসিমা হতে যাচ্ছে কনমেবল ও উয়েফার সহযোগিতার ক্ষেত্রে নতুন পদক্ষেপ।’

You May Also Like