বিসিবি বস পাপনকে চরম অপমান করে যা বললেন মাশরাফি

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানিয়েছেন মাশরাফির জন্য দরজা খোলা রয়েছে বিসিবির। মূলত মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে দেখতে চেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক তামিম ইকবাল।

তাছাড়া মাশরাফিকে বিসিবিতে গুরুত্বপূর্ণ পদে দেখতে চান বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তামিম ইকবালের সেই চাওয়াতে মত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বিসিবির কাছ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পাননি মাশরাফি বিন মুর্তজা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বকালের সেরা এই অধিনায়ক মাশরাফি বলেন, “আমি নিজে তবু পাপন ভাইকে বলেছি যে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারলে আমার নিজের কাছে ভালো লাগবে।

একটা ব্যাপার হলো, পাপন ভাই আমাকে যথেষ্ট গুরুত্ব দেন। না হলে ডাকতেন না। কিছু সমস্যা হয়তো উনি অনুভব করছেন যে আমি সমাধান করতে পারি কিনা।”
তিনি আরও বলেন, “এরকমও হতে পারে যে, উনি আমাকে ডেকে বলতেও পারছেন না। তবে আমি সাহায্য করতে চাই… এটা পাপন ভাইয়ের বিষয় নয়, বাংলাদেশ ক্রিকেটের ইস্যু। কিন্তু আমাকে না বললে তো আমি হুট করে কিছু বলতে পারি না।”

You May Also Like