আইসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ,সহজ গ্রুপে বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে যুব এশিয়া কাপের এবারের আসর, যেখানে উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। এবার বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

উদ্বোধনী ম্যাচে ক্ষুদে টাইগারদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ তাদের বাকি ম্যাচগুলো খেলবে ২৫ ও ২৮ ডিসেম্বর, যথাক্রমে কুয়েত ও শ্রীলঙ্কার বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর।

এশিয়া কাপে বাংলাদেশ খেলবে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। রাকিবুল হাসানের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়ক প্রান্তিক নওরোজ নাবিল ছাড়াও রয়েছেন মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহরব হোসেন,

আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।

তারিখ ম্যাচ ভেন্যু সময় (বাংলাদেশ সময় অনুযায়ী)
২৩ ডিসেম্বর ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত আইসিসি একাডেমি ওভাল-১ বেলা সাড়ে ১১টা
২৩ ডিসেম্বর বাংলাদেশ বনাম নেপাল শারজা ক্রিকেট স্টেডিয়াম বেলা সাড়ে ১১টা
২৩ ডিসেম্বর আফগানিস্তান বনাম পাকিস্তান আইসিসি একাডেমি ওভাল-২ বেলা সাড়ে ১১টা
২৪ ডিসেম্বর শ্রীলঙ্কা বনাম কুয়েত শারজা ক্রিকেট স্টেডিয়াম বেলা সাড়ে ১১টা
২৫ ডিসেম্বর ভারত বনাম পাকিস্তান আইসিসি একাডেমি ওভাল-২ বেলা সাড়ে ১১টা
২৫ ডিসেম্বর বাংলাদেশ বনাম কুয়েত শারজা ক্রিকেট স্টেডিয়াম বেলা সাড়ে ১১টা
২৫ ডিসেম্বর আফগানিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত আইসিসি একাডেমি ওভাল-১ বেলা সাড়ে ১১টা
২৬ ডিসেম্বর শ্রীলঙ্কা বনাম নেপাল শারজা ক্রিকেট স্টেডিয়াম বেলা সাড়ে ১১টা
২৭ ডিসেম্বর ভারত বনাম আফগানিস্তান আইসিসি একাডেমি ওভাল-২ বেলা সাড়ে ১১টা
২৭ ডিসেম্বর পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত আইসিসি একাডেমি ওভাল-১ বেলা সাড়ে ১১টা
২৮ ডিসেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শারজা ক্রিকেট স্টেডিয়াম বেলা সাড়ে ১১টা
২৮ ডিসেম্বর নেপাল বনাম কুয়েত আইসিসি একাডেমি ওভাল-২ বেলা সাড়ে ১১টা
৩০ ডিসেম্বর ১ম সেমিফাইনাল আইসিসি একাডেমি ওভাল-১ বেলা সাড়ে ১১টা
৩০ ডিসেম্বর ২য় সেমিফাইনাল শারজা ক্রিকেট স্টেডিয়াম বেলা সাড়ে ১১টা
৩১ ডিসেম্বর ফাইনাল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম বেলা সাড়ে ১১টা

You May Also Like