বিপিএল মাতাতে আসছেন হরভজন সিং, খেলবেন যে দলের হয়ে

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আগ্রহ দেখিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী স্পিনার হরভজন সিং। এই ব্যাপারে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে যোগাযোগও করেছেন তিনি।বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, ভারতের কোনও ক্রিকেটার বা সাবেক ক্রিকেটার দেশের বাইরের কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না।

যদিও বিসিসিআই চাইলে চুক্তির বাইরে থাকা কোনও ক্রিকেটারকে বিশেষভাবে অনুমতি দিয়ে দেয়। বিপিএল খেলতে আগ্রহী হরভজন এখন সেই প্রক্রিয়া সারতেই ব্যস্ত।এদিকে ব্যাটে-বলে মিলে গেলে হরভজনকে দলে ভেড়ানোর প্রবল ইচ্ছা আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। ফ্র্যাঞ্চাইজিটির সি.ই.ও সৈয়দ ইয়াসির আলম ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছেন।

ইয়াসির আলম বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের কথা হয়েছে। বাকিটা দেখি কীভাবে কী করা যায়। ওর দিক থেকেই আমাদেরকে অ্যাপ্রোচ করা হয়েছে। সে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিতে থাকছে না। আইপিএলেও নেই। টিম রাইট থাকে অনেকের।”যুবরাজ সিংও দেশের বাইরে খেলেছে। আমরা চিন্তা করেছি যে, আমরা একটু কথা বলে দেখি ব্যাটে-বলে মিলে কিনা। সে অনেক বড় তারকা। ব্যাটে-বলে ব্যাপারটা লম্বা হয় কিনা দেখি।’

You May Also Like