মাত্র পাওয়াঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল কাঁপাতে আসছেন চেন্নাই সুপার কিংসের তারকা খেলোয়াড়

দীর্ঘ প্রতীক্ষার পর আবারো শুরু হছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল)। ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে এবারের আসরের ৬ টি দলের নাম।

প্রতিবারের মতো এবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) থাকছে ৬টি দল। আসন্ন আসরকে ঘিরে কাজ শুরু করে দিয়েছে গভর্নিং কাউন্সিল। ইতিমধ্যে আগ্রহীদের নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

যেখানে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো ও একজন করে দেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিবদ্ধ করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে দুঃখের সংবাদ হচ্ছে বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন রাজশাহী এবং সাবেক চ্যাম্পিয়ন রংপুর থাকছে না আসন্ন বিপিএলে।

তবে প্লেয়ার ড্রাফটের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে দল গুলো ইতিমধ্যে ড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ফিরছে দুইবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।

আর প্রত্যাবর্তনেই চমক দেখাচ্ছে দলটি। এর আগে কুমিল্লায় নাম লিখিয়েছেন সুনীল নারাইন, ফাফ ডু প্লেসির মতো ক্রিকেটাররা। এবার যোগ হলো মঈন আলীর নামও। এই ইংলিশ স্পিন-বোলিং অলরাউন্ডার এর আগে ২০১৩ বিপিএলে রাজশাহীর হয়ে খেলে গেছেন।

এবারের বিপিএলে প্রত্যেক একাদশে সুযোগ পাবেন ৩ জন করে বিদেশি ক্রিকেটার। সেই ৩ ক্রিকেটার এরইমধ্যে নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা। শোনা যাচ্ছে, ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ভেড়াতে চায় তারা।

তাছাড়া অধিনায়ক হিসেবে থাকছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আর কোচের ভূমিকায় থাকবেন প্রখ্যাত কোচ মোহাম্মদ সানাউদ্দিন।

You May Also Like