ওপেনিংয়ে নেমে বাজিমাত মোহাম্মদ মিঠুনের

গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের নবম আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল। টস হেরে ব্যাটিং করতে নেমে ২১৯ রানে প্রথম ইনিংসে অলআউট হয় বিসিবি উত্তরাঞ্চল।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করছেন মোহাম্মদ মিথুন এবং মিজানুর রহমান। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিনা উইকেটে ৩১৬ রান সংগ্রহ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। যেখানে ব্যাট হাতে মোহাম্মদ মিঠুন ১৫৫ এবং মিজানুর রহমান ১৫৫ রান করে অপরাজিত রয়েছেন।

গতকাল দিনের শুরুতেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া ওয়ালটন বল হাতে দারুণ করে। তানজীদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ওপেনিং জুটি ছাড়া (৬২) দলটি বড় কোনো জুটিই গড়তে পারেনি। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। প্রথম দুই সেশনে ৭ উইকেট হারানোর পর তৃতীয় সেশনের শুরুতে অধিনায়ক শুভাগত হোমের জাদুতে মাত্র ২১৯ রানে অলআউট হয়ে যায় নর্থ জোন।

সর্বোচ্চ ৪৬ রান করেন ইমন। মার্শাল আইয়ুব ৩৫ ও তানজীদ ৩২ রান করেন। এ ছাড়া তানভীর হায়দার ও আরিফুল হক আউট হয়েছেন ২৫ রান করে। ওয়ালটনের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রবিউল। ২টি উইকেট নেন শুভাগত। ১টি করে উইকেট নেন মুগ্ধ, মৃত্যুঞ্জয় ও মুরাদ।

You May Also Like