আইকন ক্রিকেটার হিসাবে নতুন যে দল পেলেন মুশফিকুর রহিম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে অংশ নেবে খুলনা। খুলনা বিভাগের প্রতিনিধিত্বকারী ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলের এই আসরে সুযোগ পেয়েছে মাইন্ড ট্রি।

প্লেয়ার্স ড্রাফটের আগেই দলটি তাদের আইকন ক্রিকেটার চূড়ান্ত করেছে। জাতীয় দলের তারকা ক্রিকেটার ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম এবার দলটির আইকন ক্রিকেটারের ভূমিকা পালন করবেন।

খুলনাসহ এখন পর্যন্ত তিনটি দল তাদের আইকন ক্রিকেটার চূড়ান্ত করেছে। বাকি দুটি দল হল বরিশাল ও কুমিল্লা।
এ বছর বরিশাল বিভাগকে প্রতিনিধিত্ব করবে ফরচুন গ্রুপ, যারা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশাল নামে অংশ নিয়েছিল। দলটির আইকন ক্রিকেটারের ভূমিকায় থাকছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

মুশফিক ছাড়াও ইতোমধ্যে আইকন হিসেবে নিশ্চিত হয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের নাম। ফাইল ছবি
এছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স আইকন ক্রিকেটার হিসেবে রেখেছে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। কুমিল্লার জেতা দুটি শিরোপার একটিতে বড় অবদান ছিল তামিমের।

আগামী ২০ জানুয়ারি থেকে এবারের বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে, যার পর্দা নামবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে। করোনা মহামারীর কথা বিবেচনা করে জৈব সুরক্ষা বলয় তৈরি করে অনুষ্ঠিত হবে আসরের সবগুলো ম্যাচ। বরাবরের মত এই আসরেও থাকবে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ।

You May Also Like