সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর

আজ থেকে শুরু হয়েছে নবম বাংলাদেশ ক্রিকেট লিগ। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে বিসিবি সাউথ জোনের বিপক্ষে মাঠে নেমেছেন আশরাফুলরা।

প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই পেলেন অর্ধশতকের দেখা। সকালে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমরুল কায়েস ও আশরাফুল মিলে গড়েন ১০১ রানের জুটি। ইমরুল ৯৩ বলে ৪৬ রান করে সাজঘরে ফিরলেও আশরাফুল তুলে নিয়েছেন অর্ধশতক। ১১৯ বলে ৬১ রান করে আউট হন আশরাফুল।

এখন পর্যন্ত প্রথম সেশন শেষে ইস্ট জোনের সংগ্রহ ৩ উইকেটে ১৪২ রান। এছাড়া দিনের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে বিসিবি নর্থ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোন।

You May Also Like