পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ক্যারিবিয়ান শিবিরে বড় ধাক্কা

আগামীকাল সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় করাচি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগে বড় ধাক্কা খেল ক্যারিবিয়ানরা। মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির তিন ক্রিকেটার।

প্রথম টি-টোয়েন্টিতে অংশ নিতে করাচি পৌঁছালে নিয়ম মোতাবেক ওয়েস্ট দলের সবাই পিসিআর টেস্টে অংশ নেয়। সেখান থেকে মোট চারজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এরা হলেন অলরাউন্ডার রোস্টন চেজ, বাঁহাতি পেসার শেলডন কটরেল, ব্যাটসম্যান কাইল মায়ার্স এবং টিম ম্যানেজম্যান্টের এক নন-কোচিং সদস্য। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ, সিডব্লিউআই বিষয়টি নিশ্চিত করেছে।

করোনা পজিটিভ হওয়া চারজনেরই ভাইরাসটির টিকা নেওয়া আছে। তারা প্রত্যেকেই এখন সুস্থ আছেন এবং কোনো ধরনের উপসর্গ লক্ষ্য করা যায়নি। এদের সবাইকে আগামী ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। এরপর ফের করোনা টেস্টে নেগেটিভ আসা শর্তে দলের সাথে যোগ দিতে পারবেন।

পূর্ণশক্তি নিয়ে পাকিস্তান সফরে যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন এভিন লুইস, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স ও শেমরন হেটমায়ার। বিশ্রাম দেওয়া হয়েছে তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারকে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলের বাইরে আছেন সাদা বলের নিয়মিত অধিনায়ক কাইরন পোলার্ড। এবার তিনজন করোনা আক্রান্ত হওয়ায় কাজটা আরও কঠিন হয়ে গেল সফরকারেীদের জন্য।

সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি আগামী ১৪ এবং ১৬ ডিসেম্বর। কুড়ি ওভারের সিরিজের পর ওয়ানডে ম্যাচগুলো হবে ১৮, ২০ এবং ২২ ডিসেম্বর।

You May Also Like