ব্রেকিং নিউজ: কোচ হচ্ছেন খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে আর বেশী দিন দেরি নেই। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের অষ্টম আসর। বিপিএলকে ঘিরে প্রতিদিনই আসছে নতুন নতুন তথ্য। গতবারের মতো এবারও বিপিএলে থাকছে বরিশালের ফ্র্যাঞ্চাইজি।

ইতিমধ্যেই দল গোছাতে শুরু করে দিয়েছে তারা। জানা গেছে এবারের আসরে বরিশালের আইকন ক্রিকেটার হচ্ছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সেইসাথে বরিশালের কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

বিপিএলে আগে একাধিক আসরে কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। মূলত ঢাকা বেক্সিমকোর ফ্র্যাঞ্চাইজি দলের কোচের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে তাকে। তবে এবারের আসরে নেই বেক্সিমকো গ্রপ। আর সেই কারণেই বরিশালের দায়িত্বে দেখা যাবে দেশের ক্রিকেটের এই সেরা কোচকে।

এছাড়াও বিপিএলের জন্য দল গোছাতে শুরু করে দিয়েছে চট্টগ্রাম এবং কুমিল্লা। জানা গেছে চট্টগ্রামে জার্সিতে দেখা যাবে ক্রিস গেইলকে। এছাড়াও কুমিল্লার জার্সিতে দেখা যেতে পারে ফাফ ডু প্লেসিস মঈন আলী এবং সুনীল নারিনকে।

You May Also Like