ব্রেকিং নিউজঃ তামিমকে রেখে দিয়ে বিশ্বে নামীদামী ক্রিকেটারদের নিয়ে চমকে ভরা দল সাজাচ্ছে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের সময় ঘনিয়ে আসছে। এদিকে, ফ্র্যাঞ্চাইজিটি তাদের দল গোছানোর জন্য ব্যস্ত। তবে চমকে ভরপুর দল গড়ছে কুমিল্লা ভিক্টোরিয়ান।

আইকন ক্যাটাগরিতে দেশের সেরা ওপেনার তামিম ইকবাল খানের ওপরই ভরসা রাখছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। সাকিবের কোচ সাবেক কোচ সালাহউদ্দিন মস্কো। তবে বিদেশিদের কুমিল্লায় কে আনতে যাচ্ছেন এমন প্রশ্নে বড় সব নাম প্রায় চূড়ান্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কখনো খেলতে না আসা ফাফ ডু প্লেসির সাথে সুনীল নারায়নকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এছাড়া রাইলি রুশোর সাথেও কথা চলছে এই দলটির৷ ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইসের সাথে যোগাযোগ করছে দলটি।

এর আগে মাশরাফি মর্তুজা এবং তামিম ইকবালকে সাথে নিয়ে দল গড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তামিমের অনবদ্য শতকে কুমিল্লা ভিক্টোরিয়ানস দল শিরোপাও জিতেছিল সাকিবের শক্তিশালী ঢাকার বিপক্ষে। সেই কুমিল্লার হয়েই খেলবেন তামিম।

You May Also Like