
ঘনিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার, লীগ বিপিএলের সময়। এর মধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গুছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তবে ,চমকে ভরা দল সাজাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।





দেশসেরা ওপেনার তামিম ইকবাল, খানের উপরই আইকন ক্যাটাগরীতে সবথেকে বেশি ভরসা করছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। কোচ, হিসেবে থাকছেন
আগেরবারের কোচ, মাস্কো সাকিবের কোচ সালাউদ্দিন। তবে বিদেশী কাদের, আনতে যাচ্ছে কুমিল্লা এমন প্রশ্নে সব বড় বড় নাম প্রায় চুড়ান্ত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।





বাংলাদেশ প্রিমিয়ার লিগে কখনো খেলতে ,না আসা ফাফ ডু প্লেসির সাথে সুনীল নারায়নকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এছাড়া রাইলি রুশোর, সাথেও কথা চলছে এই দলটির৷ ওয়েস্ট ইন্ডিজ ওপেনার এভিন লুইসের সাথে যোগাযোগ করছে দলটি।





এর আগে মাশরাফি মর্তুজা এবং তামিম, ইকবালকে সাথে নিয়ে দল গড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তামিমের অনবদ্য
শতকে কুমিল্লা ভিক্টোরিয়ানস, দল শিরোপাও জিতেছিল সাকিবের শক্তিশালী ঢাকার বিপক্ষে। সেই কুমিল্লার হয়েই খেলবেন তামিম।