ফরাসি তারকা কিলিয়ান এমবাপে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদ যেতে চান সেটা ক্লাবকে জানিয়ে দিয়েছেন। এমনকি ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না। এমবাপের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষেই।





মৌসুম শেষে এমবাপেকে রিয়াল মাদ্রিদে দেখা যাবে এটা এক প্রকার নিশ্চিত। মৌসুম শুরুতে এমবাপেকে দলে ভেড়াতে চেয়েছিল রিয়াল। কিন্তু শেষ পর্যন্ত দর কষাকষিতে তাকে দলে ভেড়াতে পারেনি তারা।





তবে রিয়ালের সামনে সুযোগ আছে এমবাপেকে নেওয়ার। যদি তারা তাকে জানুয়ারিতে দলে পেতে চায় তাহলে ট্রান্সফার ফি লাগবে আর মৌসুম শেষে ট্রান্সফার ফি ছাড়ায় তাকে নিতে পারবে রিয়াল।





এমবাপে পিএসজিতে থাকবে না বিষয়টি ভালোভাবেই জানা ক্লাবটির। এজন্য এমবাপের বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে ক্লাবটি। এমবাপের জায়গায় পিএসজির নজর ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর।





জুভেন্টাস ছেড়ে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেও স্বস্তিতে নেই রোনালদো। সাইড বেঞ্চে বসেই বেশি সময় কাটাতে হচ্ছে তাকে। রোনালদো জানিয়েছেন, ম্যানইউ এ ক্যারিয়ার শেষ করতে চান তিনি। এদিকে এল ন্যাসিওনেল নিউজ করেছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেজকে পিএসজিতে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। রোনালদোর সামনে সেই প্রস্তাব উপস্থাপন করেছেন হোর্হে মেন্ডেজ। তবে এ ব্যাপারে এখনো কোনো বক্তব্য আসেনি।