ফুটবল ইতিহাসকে পাল্টে দিয়ে নতুন ইতিহাস লিখলেন মেসি

963

ফুটবল দুনিয়ার এক জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি। নিজের ক্যারিয়ারে গড়েছেন একের পর এক অবিশ্বাস্য সব রেকর্ড। এবার তার ঝুলিতে যুক্ত হয়েছে রেকর্ড সপ্তম ব্যালন ডি অর। এবারের ব্যালন ডি অরটি জয়ের পথে তিনি গড়েছেন আরও একটি কীর্তিও।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বিশ্বের প্রায় সকল ফুটবলারের কাছেই যেখানে একবার ব্যালন ডি অরের ট্রফি উঁচিয়ে ধরা স্বপ্নের মতো, সেখানে মেসি একাই এই পুরস্কারটি জিতেছেন সাত বার।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

লিওনেল মেসিই একমাত্র ফুটবলার যে কি না তিনটি ভিন্ন দশকে ব্যালন ডি অর জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। প্রথমবার মেসি ব্যালন জিতেছিলেন ২০০৯ সালে। তরুণ মেসি যখন উঁচিয়ে ধরেছিলেন বর্ষসেরার খেতাব, তখন তিনি জানিয়েছিলেন, “আরও একবার এই পুরস্কারটি জিততে পারলে সেটা অসাধারণ হবে।”

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

তখন কে বা জানতো সেই মেসির হাতেই আরও ছয়বার উঠবে ব্যালন ডি অরের ট্রফি। ২০০৯ সালের পর ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালেও বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন মেসি। সবগুলোই এই আর্জেন্টাইন তারকা জিতেছিলেন বার্সেলোনায় থাকতে।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

ক’রোনার কারণে বাতিল হয় গত বছরের ব্যালন ডি অর। এক বছর বিরতি দিয়ে আবারও এই ট্রফি জিতলেন মেসি। এবারের পুরস্কারটি জয়ের পথে তিনি পেছনে ফেলেছেন পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কিকে। তৃতীয় হয়েছেন ইতালিয়ান তারকা জর্জিনহো।

You May Also Like