সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় কোহলিকে ছাড়িয়ে গেলেন লিটন

874

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে, উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস ২০২১ সালের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার দলপতি মুমিনুল হক৷ তবে, অধিনায়কের সেই সিদ্ধান্তের ফায়দা উঠাতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটাররা৷ উল্টো মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ভরাডুবির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

দলকে এমন অবস্থা থেকে টেনে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস ও অভিজ্ঞ মুশফিকুর রহিম৷ এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ম উইকেট জুটিতে ইতিমধ্যে ২০৪ রান যোগ করেছেন এই দুই ব্যাটার৷ তাদের বদৌলতে দিনের দ্বিতীয় সেশনে কোন উইকেটই হারায়নি বাংলাদেশ৷ সেই সাথে দেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে তামিম ইকবালকে পিছনে ফেলে এক নম্বরে চলে গেছেন মুশফিকুর রহিম৷ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন তিনি৷

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

উইকেটের অপরপ্রান্তে মুশফিকুর রহিমকে যোগ্য সমর্থন দিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস৷ পেয়েছেন ফিফটির দেখাও৷ ২০২১ সালে ৯ ইনিংসে ব্যাট করে এটা লিটন দাসের পঞ্চম পঞ্চাশোর্ধ ইনিংস৷ আর সেই সাথে এবছরের রান সংগ্রাহকদের তালিকায় লিটন পিছনে ফেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে৷

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

সাদা বলের ক্রিকেটে ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছর কাটালেও লাল বলের ক্রিকেটে ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময় কাটাচ্ছেন লিটন৷ মাত্র ৯ ইনিংসে ব্যাট করে ২০২১ সালে এখন পর্যন্ত তার সংগ্রহ ৪৬৬ রান৷ আর সেই সাথে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন তিনি৷ লিটনের চেয়ে ৬ ইনিংস বেশি ব্যাট করে ২০২১ সালে এখন পর্যন্ত ৪৪৭ রান করেছেন ভারতের অধিনায়ক৷ লিটনের ইনিংস সর্বোচ্চ যেখানে ৯৫ সেখান বিরাট কোহলি এক ইনিংসে করেছেন সর্বোচ্চ ৭২ রান।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

২০২১ সালের শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় লিটন কুমার দাস এখন আছেন ১৫ নম্বর স্থানে৷ তালিকার প্রথম স্থানে থাকা ইংলিশ ব্যাটার জো রুট এবছর সর্বমোট ২৩ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে লিটন কুমার দাস আছেন দুই নম্বরে৷ পিছনে ফেলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও লঙ্কান নিশান ডিকওয়ালাকে ৷ তার সামনে এখন আছেন শুধু ভারতের রিশভ পান্ট৷ ১৯ ইনিংসে এ বছর ৭০৬ রান করেছেন তিনি৷

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ২৫৩ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ৷ লিটন কুমার দাস অপরাজিত আছেন ১১৩ রানে৷ শহিন শাহ আফ্রিদির বলে ৬৭ রানে সহজ ক্যাচ ছেড়ে তাকে একবার জীবন দিয়েছেন সাজিদ খান ৷

You May Also Like