তামিম ও মুমিনুলকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন মুশফিক

872

একসঙ্গে ডাবল রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। তিনি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পাশাপাশি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঘরের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

বলা বাহুল্য, দুটি রেকর্ডই টেস্ট ক্রিকেটের বিবেচনায়। এতদিন বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রান ছিল তামিম ইকবালের (২৬২০)। মুশফিক ইতোমধ্যে ছাড়িয়ে গেছেন তামিমকে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত* বাংলাদেশের মাটিতে তার টেস্ট রান ২৬৩৭।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান (২৫৪৫)। মুমিনুল হকের আছে ২৩১৮ রান। পঞ্চম স্থানে থাকা সদ্য সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের রান ১৬২৬।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

এদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এতদিন সবচেয়ে বেশি টেস্ট রান ছিল ঘরের ছেলে মুমিনুলের। তবে মুশফিক ছাড়িয়ে গেছেন অধিনায়ককে। মুমিনুল ৬ রান করে আউট হওয়ার পর সাগরিকা খ্যাত এই ভেন্যুতে তার মোট রান দাঁড়ায় ১২০৩। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত সাগরিকায় মুশফিকের রান দাঁড়িয়েছে ১২৪৯-এ।

GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht
GLeZpht

জহুর আহমেদ স্টেডিয়ামেও টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক মুশফিক।এই তালিকার তৃতীয় স্থানে আছেন আরেক ঘরের ছেলে তামিম ইকবাল (৯০৫)। চতুর্থ স্থানেও আরেক বাংলাদেশি সাকিব আল হাসান (৮৬৫)। লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ৫৯৮ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।

You May Also Like